ভারতে গুদামে পচছে পেঁয়াজ, কেজি ২২ টাকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২০ ০৪:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

বেশি দামের কারণে খুচরা বাজারে চাহিদা কম। অথচ মজুদ বেশি। ফলে গুদামে পচতে শুরু করেছে পেঁয়াজ। নিরুপায় হয়ে এবার ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার জানায়, গত তিন মাস ধরে পেঁয়াজের দাম ছিল ঊর্ধ্বমুখী। এখনো ৮০ থেকে ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে দেশের বিভিন্ন শহরে।

এর মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, গুদামে পড়ে থাকা পেঁয়াজ রাজ‌্যগুলোকে আরও সস্তায় মাত্র ২২ টাকা কেজি দরে বিক্রি করে দেওয়া হবে। এর সুফল পাবে গরিবরা।

দাম বাড়ার পর চাহিদার কথা মাথায় রেখে মোট ৩৬ হাজার টন পেঁয়াজ আমদানির কথা জানায় সরকার। তুরস্ক, মিশর এবং আফগানিস্তান থেকে ১৮ হাজার টন পেঁয়াজ এসেছে ভারতে।

আমদানি করা ওই বিপুল পরিমাণ পেঁয়াজ বিক্রি করা যায়নি। কারণ, কোনো রাজ‌্যই আমদানি করা পেঁয়াজ কেন্দ্রের কাছ থেকে কেনার আগ্রহ দেখায়নি।

কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান মঙ্গলবার বলেছেন, ‘মোট ১৮ হাজার টন পেঁয়াজ আমদানি করা হলেও এখন পর্যন্ত মাত্র দুই হাজার টন পেঁয়াজ বিক্রি হয়েছে। তাই মজুদ করা পেঁয়াজ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে এখন ২২ টাকা কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আনন্দবাজার বলছে, যখন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ছিল, তখন কেন্দ্র ও রাজ্য সরকার শুধু একে অপরকে দোষারোপ করেছে। সমন্বয়ের অভাবে সাধারণ মানুষকে বেশি দামে পেঁয়াজ কিনতে হয়েছে। এখন আবার কেন্দ্রের গুদামে সেই পেঁয়াজই পচে নষ্ট হচ্ছে।