ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে চট্টগ্রাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২০ ১২:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু ম্যাচে টস হেরে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

যে দল জয় পাবে তারা খেলবে ফাইনাল। হারলে বিদায়। এমন সমীকরণ সামনে রেখে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল।

দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছিল রাজশাহী। সেই সুবাদে প্রথম কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হয় শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা খুলনা টাইগার্সের। মুশফিকুর রহিমের দলের কাছে রাজশাহী হেরে যায় ২৭ রানে।

খুলনার আসরের ফাইনাল নিশ্চিত হয়। আর রাজশাহী ফাইনালের পথে সুযোগ পেয়েছে আরেকটি। শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলছে তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সুযোগ পেয়েছে। এবার কোয়ালিফায়ার জিতে পারবে তারা ফাইনালে জায়গা করে নিতে?