বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অবাঙালীদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২০ ১৩:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমনের জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অবাঙালী হতদরিদ্র জনগোষ্ঠিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার বিকাল সাড়ে ৪ টায় শহরের লতিফপুর কলোনীতে অবাঙালীদের সংগঠন এসপি জি আর সি ’র ব্যবস্থাপনায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ প্রধান অতিথি হিসাবে ২০০ শীতার্তের মাঝে ওই  কম্বল বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি বলেন, সরকার শীতার্ত মানুষের মাঝে প্রচুর শীতবস্ত্র করছেন।জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। জাতির জনকের জন্য সকলে দোয়া করবেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দরিদ্র অসহায় মানুষদের চিরদিন সেবা করে যেতে পারেন। এর জন্য শুধু সরকারের একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়। দেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন এস পি জি আর সি’র সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক সনোয়ার হোসেন খান হিরু, সহ-সভাপতি আবুর কালাম আজাদ, সহকারি সম্পাদক আব্দুল হান্নান, আব্দুল কাউয়ুম, উপদেষ্টা এ্যাডঃ জিয়া, সাহাব উদ্দিন, ১২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রমখ।