বগুড়ায় সেলিম আল দীনের প্রয়াণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২০ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

বগুড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা, বাংলা নাটকের প্রাণ পুরুষ ও শেকড়সন্ধানি সংগঠক আচার্য ড. সেলিম আল দীন এর ১২ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সেলিম আল  দীন মুক্ত মঞ্চে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, ভোর হলো ও লিটল থিয়েটার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা  কৃষিবিদ বজলুর রশিদ রাজা।

এছাড়াও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বগুড়া  জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণত সম্পাদক  আবু সাঈদ সিদ্দিকী,  বগুড়া থিয়েটারের সহসভাপতি ও উচ্চারণ একাডেমির পরিচালক এ্যাডঃ পলাশ খন্দকার, এ বি এম জিয়াউল হক বাবলা, টিপু সুলতান, মির্জা আহছানুল হক দুলাল, খন্দকার এনাম, ফারুক হোসেন, এস এম বেলাল, রেহনা আমিন শিল্পী,  বিধান কৃষ্ণ রায়, আমজাদ হোসেন শোভন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের নাট্যকর্মী  রবিউল করিম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আচার্য সেলম আল দীন এর "চাকা" ও  "কিত্তনখোলা" নাটকের অংশ বিশেষ পাঠ করা হয়। আলোচনা ও অনুষ্ঠান  শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।