মুশফিক-ভেট্টরি ছাড়াই পাকিস্তান সফর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২০ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

পাকিস্তান অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্যক্তিগত কারণে পাকিস্তানে যাবেন না বলে বিসিবিকে জানিয়েছেন। জাতীয় দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি যাচ্ছেন না পাকিস্তানে। এছাড়া ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ট্রেইনার মারিও ভিল্লাভারায়নেকেও পাচ্ছে না দল।

বাংলাদেশ ক্রিকেট অরারেশন্সের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, 'আমরা মুশফিকের চিঠি পেয়ছি। ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে থাকবে না সে।' অবশ্য দ্বিতীয় ও তৃতীয় ধাপের সফরে থাকবেন কি-না তা নিশ্চিত করা হয়নি। তবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাকিস্তানে যেতে সমস্যা নেই। সমস্যা নেই দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালিফাতোরও।

বাংলাদেশ জাতীয় দলে কোন নিয়মিত বোলিং কোচ নেই এখন। চার্লস ল্যাঙ্গাভেল্টে চলে গেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়ে। টাইগারদের বোলিং কোচের খন্ডকালীন দায়িত্ব নিয়ে তাই পাকিস্তানে যাবেন বাংলাদেশ এইচপি দলের লংকান কোচ চম্পাকা রমানায়েকে। আর স্পিন কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম।

মারিও ভিল্লাভারায়ন অবশ্য নিরাপত্তা তথা ব্যক্তিগত কারণ নয়। পাকিস্তান যাচ্ছেন না তার আঙুলের ইনজুরির কারণে। তার জায়গায় তুষার কান্তি হাওলাদারকে দায়িত্ব দেওয়া হতে পারে। বাংলাদেশ আগামী ২৪ জানুয়ারি পাকিস্তানের লাহোরে সিরিজের প্রথম টি-২০ খেলবে। শেষ টি-২০ খেলবে ২৭ জানুয়ারি।