এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার উন্নতি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২০ ০৯:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। পাঁচ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছেন দেশবরেণ্য এ শিল্পী। এরই মধ্যে ১৭টি কেমোথেরাপি দেয়া হয়েছে। তবে মাঝপথে কেমো বন্ধ হয়ে গেলেও এখন আবার কেমো চলছে।

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন তিনি।

সর্বশেষ খবর জানা গেল শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। শনিবার থেকে আবারও কেমোথেরাপি দেয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি জানান, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতিমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।