জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২০ ১০:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩ বার।

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে হঠাৎ জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখা থেকে নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম।

তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বসবেন।

সকালে অফিসে এলেও দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে গেছেন সিইসি ও কমিশনার রফিকুল ইসলাম।

যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে।

সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে তার আপিলের শুনানিও রয়েছে রোববার।