বিএনপির প্রার্থীকে গ্রেফতার, বংশালের ওসিকে শোকজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২০ ১০:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৯ বার।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারের বিষয়ে বংশাল থানার ওসি শাহিন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

এ ছাড়া এখন পর্যন্ত ৩৩টি অভিযোগের পরিপ্রেক্ষিতে শোকজ নোটিশ ও ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, ২ জানুয়ারি বিকালে রাজধানীর টিকাটুলী মোড় থেকে তাজউদ্দিন আহমেদ ওরফে তাজুকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ। তিনি বিএনপির বংশাল থানার সভাপতি। তাকে গ্রেফতারের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। পরিপ্রেক্ষিতে শাহিন ফকিরকে শোকজ করা হয়। দুই কর্মদিবসের ভেতরে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এ ছাড়া দক্ষিণের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আ. সালামকে গ্রেফতারের কারণ জানাতেও বংশাল থানার ওসিকে পুনরায় শোকজ করা হয়।

এ ছাড়া ৩৩ জনকে শোকজসহ আচরণবিধি মানতে নানা ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। তাদের অনেকেই শোকজের জবাব দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।