নিউমোনিয়া কেড়ে নিল পৃথিবীর ক্ষুদ্রতম পুরুষের প্রাণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২০ ১০:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬ বার।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন পৃথিবীর ক্ষুদ্রতম পুরুষ নেপালের খগেন্দ্র থাপা মাগার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়া খগেন্দ্রর উচ্চতা ৬৭.০৮ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট ২.৪১ ইঞ্চি।

তার বাবা রূপ বাহাদুর বলেন, ‘জন্মের সময়েও অত্যন্ত ছোট ছিল খগেন্দ্র। ও এতটাই ছোট ছিল যে হাতের তালুর মধ্যেই ধরে যেত। ছোট হওয়ায় গোসল করাতে খুবই সমস্যা হতো।’

বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে খগেন্দ্র একাধিক দেশ ভ্রমণ করেছেন। নেপালের পর্যটনের প্রচারের মুখ ছিলেন তিনি। ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি চ্যানেলেও তাকে সাক্ষাৎকার দিতে দেখা গেছে।

সংবাদ সংস্থা এএফপিকে তার ভাই মহেশ থাপা মাগার বলেন, ‘বেশির ভাগ সময়েই নিউমোনিয়ায় ভুগত খগেন্দ্র। সে কারণে বারবারই হাসপাতালে যেতে হতো। এবার চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন তার হৃদযন্ত্র বিকল হয়ে গেছে।’