টানা ২১ ওভার মেডেনের নায়ক আর নেই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২০ ১০:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

চলে গেলেন রমেশচন্দ্র গঙ্গারাম নাদকার্নি। ভারতীয় ক্রিকেটের শুরুর দিককার অন্যতম নক্ষত্র পরিচিত ছিলেন ‘বাপু নাদকার্নি’ নামে। শুক্রবার মুম্বাইয়ে নিজ বাসভবনে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টিম ইন্ডিয়ার সাবেক এই অলরাউন্ডার।

নাসিকে জন্ম নেওয়া বাঁহাতি এই স্পিনার ভারতের হয়ে খেলেছেন ৪১টি টেস্ট। ইকনিমিক্যাল বোলার হিসেবে বেশি পরিচিত ছিলেন। টেস্টে তার উইকেট সংখ্যা ৮৮টি। সেরা বোলিং ৪৩ রানে ৬ উইকেট।

তবে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টানা ২১ মেডেন ওভার দিয়ে বিশ্ব ক্রিকেটে নজির গড়েছিলেন নাদকার্নি৷। ম্যাচ খেলেছেন মোট ১৯১টি; উইকেট সংখ্যা ৫০০! রান করেছেন ৮৮৮০ রান।

মারাঠি এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৫৫ সালে দিল্লিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন অকল্যান্ডে নিউজিল্যান্ডেরই বিরুদ্ধে। সে সময় ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন মুনসুর আলি খান পতৌদি।

নাদকার্নির মৃত্যুতে শুক্রবারই সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কর ও সচীন টেন্ডুলকারসহ অনেকে।

সাবেক ভারতীয় অলরাউন্ডারে মৃত্যুতে টুইটারে শচীন লিখেছেন- “বাপু নাদকার্নির মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত। টেস্ট ক্রিকেটে টানা ২১ ওভার মেডেন দেওয়ার রেকর্ড শুনে আমরা বড় হয়েছি। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।”

রাজকোটে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের পর সাংবাদিকদের গাভাস্কার বলেন, “আমার অনেক সফরেই উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। তিনি বরাবরই উৎসাহ দিতেন।...ট্যুর ম্যানেজার হিসেবেও উনি অত্যন্ত কার্ষকরী ছিলেন। ফিল্ডি করলে লাঞ্চ ও টি টাইমে ক্যাপ্টেনকে নির্দেশ দিতেন বোলারদের দিয়ে রাউন্ড দ্য উইকেট বোলিং করাতে। ভারতীয় ক্রিকেট একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে হারাল।”