সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগ

বগুড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  জন্য সুহৃদ শিক্ষা বৃত্তি চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২০ ১৩:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০ বার।

সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া শাখার উদ্যোগে দরিদ্র ও মেধাবীদের জন্য ‘সুহৃদ শিক্ষা বৃত্তি’ চালু করা হয়েছে। শনিবার বিকেলে সমকাল বগুড়া ব্যুরো কার্যালয়ে সংগঠনের সভাপতি রাজেদুর রহমান রাজু বৃত্তির জন্য মনোনীত স্কুল ও কলেজে অধ্যয়নরত ১০ শিক্ষার্থীর হাতে সহায়তার অর্থ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ।
দারিদ্রতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর পক্ষে তাদের পড়ালেখা চালিয়ে নেওয়া কষ্টকর হয়ে পড়ে। এমন শিক্ষার্থীদের মধ্য থেকে চলতি বছর ১০ শিক্ষার্থীকে মাসিক শিক্ষা বৃত্তি প্রদানের আগ্রহ প্রকাশ করেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি রাজেদুর রহমান রাজু। এরপর সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে বৃত্তির জন্য পঞ্চম শ্রেণি থেকে ¯œাতক পর্যায়ের ১০ শিক্ষার্থীকে মনোনীত করা হয়। তারা হলো- অসীম কুমার কৌশিক, জাকিয়া সুলতানা, আতিক হোসেন, আবু সাঈদ পরান, নওশীন তারাননুম, রাফিয়া রুবাইয়া রাফা, রোকছানা খাতুন, রবিউল ইসলাম, শিমুল হোসাইন ও সুস্মিতা ঘোষ। পুর্ব ঘোষণা অনুযায়ী তাদের প্রতি মাসে ১ হাজার টাকা করে প্রদান করা হবে।
মনোনীত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ তুলে দিতে গিয়ে সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি রাজেদুর রহমান রাজু বলেন, ‘শিক্ষা ছাড়া একজন মানুষ কখনোই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে না। আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে কিন্তু দারিদ্রতার কারণে তাদের বাবা-মায়ের পক্ষে ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ যোগানো কঠিন হয়ে পড়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। তারই অংশ হিসেবে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এবার আমরা ১০ শিক্ষার্থীকে সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে এই বৃত্তি অব্যাহত রাখার পাশাপাশি এর আওতা আরও বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার উপদেষ্টা আসাদুল হক কাজল, সমকাল বগুড়া ব্যুরোর স্টাফ রিপোর্টার এস এম কাওসার ও সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সহ-সভাপতি সাজিয়া আফরিন সোমা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সাধারণ সম্পাদক অরূপ রতন শীল।