কাশ্মীরে পাঁচ মাস পর চালু মোবাইল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২০ ০৫:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৪ বার।

পাঁচ মাসের বেশি সময় পরে ভারত শাসিত কাশ্মীরে পুনরায় প্রিপেইড মোবাইল ফোন চালু করেছে কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারকারীরা ফোনে কথা বলতে পারবেন এবং বার্তা পাঠাতে পারবেন।

বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা যায়। সেখানে আরও বলা হয়, তবে মোবাইলে ইন্টারনেট সেবা এখনো স্থগিত রয়েছে।

গত আগস্টে সংবিধানে দেওয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ওই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা স্থগিত করা হয়। কারণ মর্যাদা বাতিলের পর বিক্ষুব্ধ হয়ে উঠেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি।

ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আদেশ দিয়ে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট জানায়, এটা মানুষের একটি মৌলিক অধিকার।

১৫০ দিনেরও বেশি সময় ধরে কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, যা ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা।

সরকার দাবি করেছে, বিক্ষোভ ও প্রাণহানি এড়াতে তারা টেলিকম সেবা বন্ধ করে দিয়েছে।

গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার আগে ওই অঞ্চলের ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন সেবা বন্ধ করে ভারত সরকার।

শত শত রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, অ্যাকটিভিস্টকে পাঁচ মাসের বেশি ধরে আটক করে রেখেছে ভারতের সরকার।