মৃত্যুর পরও ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে চক্ষুদান!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২০ ১৩:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৫ বার।

মৃত্যুর পরও ব্যবহার করা যাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। এমন অভিনব বিজ্ঞাপন দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বসিরহাটের সেবায়ন চক্ষুদান কেন্দ্রের বিজ্ঞাপন এটি। যাতে লেখা হয়, মৃত্যুর পরও যদি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে চান তাহলে চক্ষুদান করুন।

সেবায়ন কর্তৃপক্ষ জানায়, ভারতের মধ্যে চক্ষুদানে অনেকটা পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ রাজ্য। ২৫ বছর আগে থেকেই চক্ষুদান নিয়ে কাজ করে চলেছে চক্ষুদান কেন্দ্রটি।

চক্ষুদানের জন্য মানুষের আগ্রহ বাড়াতে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো হালের ট্রেন্ডগুলোকে বিজ্ঞাপনে যুক্ত করেছে তারা। এতে তারা আরও লিখে দেয়, ‘জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি!’

বিজ্ঞাপনটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে এটি।