২৫০ কেজি ওজনের আইএস নেতাকে নিতে পুলিশের ট্রাক ভাড়া!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২০ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

জঙ্গি সংগঠন আইএসের এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে ইরাকি পুলিশ। তবে অতিরিক্ত ওজনের কারণে তাকে পুলিশের গাড়িতে তোলা যায়নি, ভাড়া করতে হয়েছে ট্রাক।

স্কাই নিউজ জানায়, আইএস মতাদর্শ বিরোধীদের হত্যার ফতোয়া দিয়েছিলেন আবু আব্দুল বারি নামে এই জঙ্গিনেতা। এ ছাড়া ইরাকি সেনাদের নিয়ে উসকানিমূলক বক্তব্য ছড়ানোরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার মসুল থেকে ইরাক সেনাসদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে তার শরীরের ওজনের কারণে পুলিশের গাড়িতে তোলা যায়নি তাকে। একটি ট্রাক ভাড়া করে তাতে শুইয়ে নিয়ে যেতে হয় এই আইএস মুফতিকে।

জাব্বা দ্য জিহাদি নামে পরিচিত আব্দুল বারির ওজন ২৫০ কেজি। মূলত তিনি ওবেসিটিতে আক্রান্ত।  

মসুল শহর দখলে নেয়ার সময় আইএসকে অসমর্থনকারী ধর্মীয় নেতা ও পণ্ডিতদের হত্যার ফতোয়া দিয়েছিলেন তিনি।