ক্যানসার শনাক্ত করে যেভাবে জীবন বাঁচাল মোবাইল অ্যাপ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২০ ১৪:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

ক্যানসার বাসা বাঁধার আগেই সেটি শনাক্ত করে এক ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচিয়েছে স্কিনভিশন (SkinVision) নামক একটি মোবাইল অ্যাপ।

ডেইলি মেইল জানিয়েছে, লিভারপুলের জেসন শেরিদনের বাঁ বাহুতে ২০১৮ সালে এক সেন্টিমিটার জায়গায় আঁচিল হয়। আঁচিলটিকে তিনি স্বাভাবিক বলেই ধরে নেন।

বছর খানেক পর আঁচিলটি গোলাপি হতে থাকে। এমন রং দেখে কিছুটা সন্দেহ হলে স্কিনভিশন অ্যাপ দিয়ে পরীক্ষা করেন। শেরিদন দেখেন, অ্যাপে ‘হাই-রিস্ক’ সংকেত দেখাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানোর পরামর্শ পান।

চিকিৎসকেরা এরপর মেলানোমা শনাক্ত করেন। এটি ধরতে দেরি হলে জীবন ঝুঁকির মুখে পড়ে মানুষের। ৪০ মিনিটের অস্ত্রোপচারের পর শেরিদিন এখন ক্যানসারমুক্ত জীবনযাপন করছেন। 

শেরিদন ছেটোবেলা থেকেই সানক্রিম ব্যবহার করতেন। সেই ক্রিমের কারণে ওই আঁচিল হয় বলে ধারণা ডাক্তারদের।

শেরিদন বলেন, ‘আঁচিলটি ধীরে ধীরে রং পাল্টানো শুরু করলে আমি চিন্তায় পড়ে যাই। শুরুতে কালো ছিল, পরে দেখি গোলাপি। 

‘স্কিনভিশন ডাউনলোড করার পর চমকে যাই। ডাক্তারের কাছে গেলে আমাকে বলা হয় স্টেজ ১এ মেলানোমা হয়েছে। অ্যাপ ডাউনলোড না করলে বাঁচতাম কি না কে জানে!’

স্কিনভিশন অ্যাপটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি। অ্যাপটি ফোন ক্যামেরার মাধ্যমে তিল বা দাগের ছবি নিয়ে বিশ্লেষণ করে ক্যানসার ঝুঁকির মাত্রা নির্ণয় করে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, স্কিনভিশন স্কিন ক্যানসার শনাক্ত করতে দক্ষ। এটি ‘ডিপ লার্নিংয়ের’ মাধ্যমে ছবি বিশ্লেষণ করে। ছবিগুলো মেশিন লার্নিং অ্যালগরিদম হয়ে কনভোলশনাল নিউরাল নেটওয়ার্ক (সিএনএন) প্রযুক্তিতে যায়।

শরীরের ছোট যেকোনো স্থান পরীক্ষা করে এক মিনিটেরও কম সময়ে ‘হাই’ অথবা লো-রিস্ক সংকেত পাঠাতে পারে। পুরো প্রক্রিয়ায় সাহায্য করে ত্বক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বোর্ড।