বগুড়ার শাজাহানপুরে উন্মুক্ত বাছাই পদ্ধতিতে বয়স্ক ভাতা প্রদান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারী ২০২০ ১১:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

বগুড়ার শাজাহানপুরে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক ভাতা প্রদান শুরু হয়েছে। সোমবার সকালে গোহাইল ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাছাই পদ্ধতিতে ভাতাভোগীদের তালিকা প্রণয়ন করা হয়।

এতে মনোনীত হয়েছেন ১০২ বছর বয়সের শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের ভাদাইপাড়া গ্রামের জামেদন বেওয়া। একই ভাবে ৯৯ বছর বয়সে একই ইউনিয়নের পোয়ালগাছা গ্রামের জমেলা বেওয়া এবং শেওলাগাড়ী গ্রামের ৮৬ বছর বয়সী ছাদেকুন বেওয়া। বয়স্ক ভাতার জন্য মনোনীত হওয়ায় তাদের চোখের কোণে ফুটে ওঠে আনন্দাশ্রু। মুখে ছিল আত্নতৃপ্তি আর প্রশান্তির ছায়া।

গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, 'এতদিন ইউপি সদস্যগণ নিজ নিজ এলাকার তালিকা তৈরি করতেন। তালিকায় তাদের পছন্দনীয় ব্যক্তিরাই অগ্রাধিকার পেতেন। ফলে অসহায় নিরীহ মানুষ গুলো ভাতা পাওয়ার উপযুক্ত হলেও তারা থাকতেন তালিকার বাইরে। তার দৃষ্টান্তই আজকের জামেদন, জমেলা, ছাদেকুন বেওয়ারা।' 

তিনি আরও বলেন, 'উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচনের পদ্ধতি চালু করায় ইউপি সদস্যদের অনেকেই অসন্তুষ্ট। এমন কি ৩ জন সদস্য নোটীশে স্বাক্ষর পর্যন্ত করেননি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আ: আলিম বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা পেতে কোন টাকা-পয়সা দিতে হয় না। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প।'

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন জানিয়েছেন, উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোন চেয়ারম্যান-মেম্বার সহযোগিতা না করলে তাদের বরাদ্দ বাতিল করে তা ফেরত পাঠানো হবে। সেই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, 'বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা দেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত দেশ গড়ার কাজটি শুরু করেছেন। ভাতা দেয়ার কথা বলে কেউ টাকা দাবি করেছে এমন অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অভিযোগকারিকেও পুরস্কৃত করা হবে।'