সঃ আঃ হক কলেজে আবারো শুরু হচ্ছে একুশে বইমেলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ জানুয়ারী ২০২০ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৮ বার।

সরকারি আজিজুল হক কলেজে আবারো শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ১৩ জানুয়ারী সোমবার প্রতিষ্ঠান প্রধান প্রফেসর শাহজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে বইমেলা শুরুর নির্দিষ্ট তারিখের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

২০১৫ সাল থেকে শুরু হওয়া এই বইমেলা ২১ দিনব্যাপী হলেও এবার ৭ দিন করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।

এর আগে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ৬ জন আহত হন। সংঘর্ষ চলাকালে অনুষ্ঠানের চেয়ার, টেবিল, মঞ্চ ও বইয়ের স্টল ভেঙ্গে ফেলা হয়। এই ঘটনার পরেই কলেজের স্টাফ কাউন্সিলের জরুরী বৈঠক শেষে বইমেলা স্থগিত করা হয়। সেই রেশ ধরেই গত ২০১৯ সালেও কোন বইমেলা অনুষ্ঠিত হয়নি।

তবে বইমেলা বন্ধ হওয়াতে কলেজের শিক্ষক, ছাত্রনেতা, শিক্ষার্থী ও সুধীজনদের মধ্যে এক ধরেণের ক্ষোভ ছিল। তবে এই বছর আবারও বইমেলা করার সিদ্ধান্ত নেয়ায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

প্রতিষ্ঠান প্রধান প্রফেসর শাহজাহান আলী জানান, প্রাথমিক অবস্থায় ২১ দিনের পরিবর্তে ৭ দিন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো স্টাফ কাউন্সিলের বৈঠক হয়নি বলে নির্দিষ্ট তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যায়নি।