র‍্যাবের অভিযান

দুই দশক পলাতক থাকার পর বগুড়ায় গ্রেফতার হলো জোড়া খুনের আসামী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ জানুয়ারী ২০২০ ১২:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩২ বার।

দুই দশক ধরে পলাতক থাকার পর বগুড়ায় র‍্যাবের হাতে গ্রেফতার হলো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জোড়া খুনের আসামী দুর্গয়া (৪৫)। সোমবার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দিনাজপুর জেলার পার্বতীপুরের বাবুপাড়ার পাদুয়ার ছেলে। সোমবার বিকালে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় দুই দশক আগে ২০০০ সালের ৭ জুলাই শুক্রবার আসামী দুর্গয়ার বিরুদ্ধে জোড়া খুনের ঘটনায় পার্বতীপুর থানায় একটি মামলা (ধারা-৩০২৩৪) দায়ের করা হয়। যার জিয়ার নং ২৮৮২০০০। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আসামী দুর্গয়া দীর্ঘদিন থেকেই পলাতক ছিলো। সোমবার দুপুরে শিবগঞ্জের কিচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দিনাজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।