সম্পদশালী কানাডায়ও না খেয়ে মরছে লাখো মানুষ: গবেষণা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২০ ০৬:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

শীর্ষ পর্যায়ের দেশ হলেও খাবারের অভাবে কানাডায় লাখ লাখ মানুষের আগেভাগে মৃত্যু হচ্ছে বলে এক গবেষণায় জানা গেছে।

পাঁচ লাখ মানুষের ওপর পরিচালিত ওই গবেষণায় প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসার ছাড়া কানাডায় মৃত্যুর যেসব কারণ আছে সেসবের মধ্যে ক্ষুধা অন্যতম। কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওই গবেষণায় বলা হয়েছে, যারা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে পারে না তাদের সংক্রামক রোগে আক্রান্ত হওয়া, অনিচ্ছাকৃতভাবে আঘাতপ্রাপ্ত হওয়া এবং আত্মহত্যা করার হার অন্যদের থেকে দ্বিগুণ।

এ ব্যাপারে প্রধান গবেষক টরেন্টো বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো ফেই মেন বলেন, “ব্যাপারটা এমন যে, তৃতীয় বিশ্বের দেশের সমস্যা আমরা প্রথম বিশ্বের কোনো দেশে খুঁজে পেলাম।”

“খাদ্যে নিরাপত্তাহীন কানাডার মানুষেরা জীবাণুবাহী রোগ ও মাদকাসক্তের মতো সমস্যার মুখোমুখি হচ্ছে। আমরা মনে করতাম, উন্নয়নশীল দেশের মানুষেরাই এসব সমস্যার মুখোমুখি হয়ে থাকে।”

“গবেষণার এই ফলাফলে আমরা খুবই অবাক হয়েছি। কানাডার মতো উন্নত দেশে খাবারের অভাব এখনো মৃত্যুর কারণ।”

গবেষণায় বলা হয়েছে, কানাডায় ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না। যারা এ সংকটে আছেন তাদের অনেকেরই কানাডার গড় আয়ু ৮২ বছরের আগে মৃত্যু হচ্ছে।