ট্রাম্পকে হত্যা করলে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২০ ০৬:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে কেউ হত্যা করলে তাকে ৩০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক ইরানি এমপি।

ইরানি জেনারেল কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ওই এমপি এ ঘোষণা দিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

মঙ্গলবার আইমেদ হামজা নামের ওই এমপি সংসদে তার ভাষণে বলেন, কেরমান প্রদেশের সব মানুষের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার জন্য ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করছি। ট্রাম্পকে যে হত্যা করবে তাকে এই পুরস্কার দেওয়া হবে।

এক প্রতিক্রিয়ায় জেনেভায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা হাস্যকর। এর মাধ্যমে ইরানের সন্ত্রাসবাদী মনোভাব আবারও প্রকাশ পেল।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলাইমানি কেরমান প্রদেশের নাগরিক ছিলেন। তাকে এখানেই সমাহিত করা হয়েছে। 

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। ইতোমধ্যে কয়েকবার বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলাও করেছে ইরান।