মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং,যৌতুক প্রতিরোধে

টিএমএসএস শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিলেন ওসি জামান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২০ ১১:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৪৫ বার।

টিএমএসএস মেডিকেল ইন্সনটিটিউট অব রিচার্স এন্ড টেকনোলজী (টিএমআইআরটি),মহাস্থান মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (এম-ম্যাটস) এর আয়োজনে ও শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় বিভাগের সহযোগীতায়  বুধবার বগুড়ার ঠেঙ্গামারায় প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার্থীদের মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং,যৌতুক প্রতিরোধে নীতি নৈতিকতা শিক্ষা বিষয়ক ক্লাস অনুষ্ঠিত হয়।


পুলিশকে ভয় নয় বন্ধু ভাবুন এমন চিন্তা-চেতনায় ভবিষ্যৎ প্রজন্ম যেন কোন ভাবেই বিপদগামী না হয় এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক মূল্যবোধের বিকাশে উল্লেখিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পুলিশিং কার্যক্রম সম্পর্কে ক্লাস নেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষার পাশাপাশি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজের পিতা-মাতার দোয়া নিয়ে এবং গুরুজনদের সম্মান প্রদর্শনের মাধ্যমে জীবনের প্রতিটি সিঁড়ি আত্মবিশ্বাসের সাথে জয় করতে হবে। সভায় তিনি ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদকের সাথে যুক্ত ব্যক্তিদের তথ্য প্রদানসহ যে কোন সমস্যায় তাকে শুধু পরপর ০১৭১৩৩৭৪০৬১ এই নম্বরে ২ বার মিস্ড কল দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। পরবর্তীতে অত্যন্ত গোপনভাবে তাদের সমস্যা বা তাদের দেওয়া তথ্য মিলিয়ে তা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরামর্শক ও সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস-উল-আলম জয়,পরামর্শক (শিক্ষা) মোঃ খোরশেদ আলম,পরামর্শক (সুশাসন) মোঃ শামছুল আলম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমআইআরটি‘র প্রশাসনিক কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান সাজু। 


টিএমএমসএস এর পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম বগুড়া সদর থানার ওসির শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে এসে শিক্ষার্থীদের সাথে সময় দিয়ে তাদের জীবন গঠনে দিক নির্দেশনাসহ তাদের অনুপ্রাণিত করার যে উদ্যোগ নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন। টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান।