বগুড়ায় বোর্ডিংয়ে অনৈতিক কাজে আটক ৫ নারীসহ ৯জনের কারাদন্ড ও জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২০ ১১:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৭ বার।

আদমদীঘির সান্তাহার বিভিন্ন বোর্ডিং থেকে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত নারীসহ ৭ জনকে কারাদন্ড ও ২জনকে জরিমানা করেছেন। মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্টেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, গত মঙ্গলবার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় অবস্থিত শুভ, মুন,পলাশ, সাফিনসহ কয়েকটি বোর্ডিংয়ে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযাগে ৫ নারীসহ ৯জনকে গ্রেফতার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের মধ্যে নসরপুরের রাসেলের ১০ হাজার টাকা ও লক্ষীপুরের জাহিদ হাসান রিপনের ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ ছাড়া সান্তাহারের মাহবুল হোসেন, নওগাঁর গোবিন্দপুরের মতিন, ময়মনসিংয়ের গফরগাঁওয়ের সোমা বেগম, খুলনার খাসিলপুরের সুমি খানম, চট্রগ্রামের সুবর্ণা দাস ও দিনাজপুরের চিনির বন্দরের গোলাপি আক্তার আঁখির  ২ মাস করে এবং আদমদীঘির তালশন গ্রামের রত্না বেগমের ১ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।