মসলা জাতীয় কৃষি পণ্য উৎপাদন ও বিপণন করায়

ধামাইরহাটের জাহানপুর গ্রামকে 'মসলা গ্রাম' নামকরণ

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২০ ১২:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

মসলা জাতীয় কৃষি পণ্য উৎপাদন ও বিপণন করায় নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামকে 'মসলা গ্রাম' নামে নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামে আনুষ্ঠানিকভাবে এই নামকরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ওই গ্রামের ৫০ জন মহিলার মাঝে ৩২ টি তেজপাতা, ৯টি দারুচিনি এবং ৯ টি আলু বোখরা গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয় কৃষি বিভাগ বলেন, 'ওই গ্রামের অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকালের মসলা জাতীয় কৃষি পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। আর তাই ওই গ্রামকে মসলা গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে।'

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, আ.লীগের সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, ইউপি সদস্য রুমা পারভীন, প্রভাষক আব্দুল লতিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল ও ওয়াসেকুর রহমান।