বগুড়ায় সেচ যন্ত্রে চাঁদর জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২০ ১৩:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩১ বার।

বগুড়ায় শ্যালো ইঞ্জিন চালিত সেচ যন্ত্রে  চাঁদর ও মাফলার জড়িয়ে জামাল হোসেন(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামে ওই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির। জামাল হোসেন ওই এলাকার মনসুর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল হোসেন রাতে শ্যালো ইঞ্জিন চালিত সেচ ঘরে ঘুমাতো। সকালে বাসায় ফিরতে দেরী হওয়ায় জামালের বোন ওই সেচ ঘরে তার খোঁজ করতে যায়। সেখানে কোন সাড়া না পেয়ে দরজা খুলে দেখে শ্যালো ইঞ্জিন চালিত সেচে চাদর ও মাফলার জড়ানো অবস্থায় জামালের মৃতদেহ পরে আছে। এমতাবস্থায়, জামালের বোন দ্রুত পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে সকাল সাড়ে ১০টায় গিয়ে জামালের লাশ উদ্ধার করে। 

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির পুণ্ড্রকথাকে বলেন, রাতের কোন এক সময়ে সেচ যন্ত্রের পাশে গেলে অসাবধানতাবশত জামালের গায়ের চাঁদর ও মাফলার জড়িয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।