কাশ্মীর ইস্যুতে আবার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২০ ১৪:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১ বার।

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা করার চতুর্থ প্রস্তাবও ফিরিয়ে দিল ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবস্থান কাশ্মীর নিয়ে স্পষ্ট। ধারাবাহিকভাবে আমরা বলে আসছি এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। আমি ফের একবার বলতে চাই যে এ ব্যাপারে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।’

কাশ্মীর নিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরির ব্যাপারে ইসলামাবাদের দিকে অভিযোগের আঙুল তুলে রবীশ কুমার বলেন, ‘এবার পাকিস্তানের দায় সন্ত্রাসমুক্ত ও হিংসামুক্ত পরিবেশ তৈরির। শিমলা চুক্তি ও লাহোর ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যে কোনও দ্বিপাক্ষিক আলোচনা এই চুক্তির বিধি মোতাবেক হতে হবে।’

ওয়ার্লড ইকোনমিক ফোরাম চলাকালীন দাভোসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি মধ্যস্থতা করার ব্যাপারে প্রস্তাব দেন।

এই নিয়ে চারবার ট্রাম্প এই প্রস্তাব দিলেন। প্রতিবারই ভারত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইমরানকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা কাশ্মীর নিয়ে কথা বলছি এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছে, তাতে যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই সাহায্য করব। আমরা গোটা ব্যাপারটি খুব ভালো করে নজরে রেখেছি।’