কম দামি আইফোন বানাচ্ছে অ্যাপল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২০ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০১ বার।

চার বছর বিরতি দিয়ে আবার কম দামি আইফোন বানানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ফেব্রুয়ারি থেকেই নতুন ফোন তৈরির কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি।

অ্যাপল এবার যে আইফোন বানাবে সেটির দাম রাখছে ৩০ হাজারের মতো। পর্দার আকৃতি হবে ৪.৭ ইঞ্চি।

আগের তুলনায় সাম্প্রতিক সময়ে আইফোন বিক্রির পরিমাণ অনেকটাই কমেছে। অ্যাপলের মূল মুনাফার অর্ধেকই আসে আইফোন বিক্রি থেকে। অথচ চতুর্থ প্রান্তিকেই আইফোন বিক্রি সংশ্লিষ্ট মুনাফা শেয়ার কমেছে ১০ শতাংশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তারা মধ্যবিত্ত ক্রেতাদের কাছে টানার চেষ্টা করছে।

বর্তমান আইফোনের অধিকাংশ উপাদানের দেখা মিলবে নতুন স্বল্পদামী আইফোনে। দাম কমাতে আরও সাশ্রয়ী এলসিডি পর্দা ব্যবহার করা হবে।

পুরো বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।