র‌্যাগিংয়ের দায়ে পবিপ্রবির ১৫ শিক্ষার্থী বহিষ্কার

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২০ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৬ বার।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। খবর সমকাল অনলাইন।

বৃস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 

বহিষ্কৃতদের মধ্যে কৃষি অনুষদের ৬ জন। তারা হচ্ছেন- রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু ও রনি হোসাইন। বিএএম অনুষদের ৪ জন। বারা হচ্ছেন- মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূঁইয়া মো. আবু সাফওয়ান ও মুক্তাদির আহম্মদ। এনএফএস অনুষদের দুইজন। তারা হচ্ছেন- মো. জায়াদুল হক মিয়াজী ও মো. শাহীন এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ৩ জন। তারা হলেন- এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিন আরাফ ও সাকিব আহম্মেদ পার্থ।   

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ‘গত ১৩ জানুয়ারি রাতে শেরে বাংলা হল-১ এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ছাত্রদের ওপর র‌্যাগিং দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৪ জানুয়ারি অনুষ্ঠেয় ছাত্র-শৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত ওই ১৫ শিক্ষার্থীকে চলমান (জানুয়ারি-জুন-২০২০) এক সেমিস্টারের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে। অন্যথায় ওইসব শিক্ষার্থীর বিরুদ্ধে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হলো।