হত্যা মামলার ভাড়াটে খুনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২০ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

নাটোর গুরুদাসপুরে বৃদ্ধা মনোয়ারা বেগম হত্যা মামলার ভাড়াটে খুনি হানিফ শেখ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। খবর দেশ রুপান্তর অনলাইন 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য হলেন, সহকারী উপপরিদর্শক আবুল কালাম ও রুবেল হোসেন।

নিহত হানিফ শেখ গুরুদাসপুর উপজেলার কালাকান্দার গ্রামের রুহুল শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার পার গুরুদাসপুরের একটি কলাবাগানে এই ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ১৬ জানুয়ারি নাটোরের গুরুদাসপুরের পার গুরুদাসপুর গ্রামের অব. প্রাথমিক শিক্ষক হাতেম আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের শনাক্ত করা হয়।

তিনি জানান, সিংড়া সার্কেল এএসপি জামিল আকতারের নেতৃত্বে গুরুদাসপুর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে ওই হত্যা মামলার ভাড়াটে খুনি আবু হানিফ শেখকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মতে রাজধানীর বনশ্রী এবং সিরাজগঞ্জের বেলকুচি থানার কল্যাণপুরে অভিযান পরিচালনা করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাতে পার গুরুদাসপুর এলাকায় হত্যা মামলার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার গুরুদাসপুর থেকে কালাকান্দর সংযোগ সড়কের পারশে অবস্থিত কলাবাগানে অবস্থানরত পলাতক আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলাকালে গ্রেপ্তার হানিফ শেখ পালানোর চেষ্টা করেল গুলিবিদ্ধ হন।

পুলিশ আরো জানায়, এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি দেশীয় পাইপগান এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আসামির বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।