বগুড়ার জামিলনগরে সায়েম ট্রেডাসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২০ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৫ বার।

বগুড়ার জামিলনগরে জানে সাবা হাউজিং কমপ্লেক্স সংলগ্ন শুক্রবার দুপুরে সৌদি আরবের বাগান থেকে সরাসরি আমদানিকৃত খেজুরের শোরুম সায়েম ট্রেডার্সের উদ্বোধন করা হয়েছে।

বিএসটিআই অনুমোদিত মানসম্মত প্রায় ১৩ রকম খেজুরের পাইকারী ও খুচরা বিক্রয়ের লক্ষ্যে উক্ত শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আল রাফাত, সোনালী ব্যাংকের শেরপুর শাখার কর্মকর্তা ফরিদুল হাসান, খোরশেদ আলম, জানে সাবা হাউজিং কমপ্লেক্স মাদানী জামে মসজিদের ইমাম এনামুল হক, আব্দুল করিম, আরফান, জাহাঙ্গীর হোসেন এবং মানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পাঠ করান মাওলানা সাইফুল ইসলাম। ৩ বছর যাবত উক্ত প্রতিষ্ঠান বগুড়াসহ উত্তরবঙ্গে সৌদি আরবের বাগান থেকে সরাসরি আজোয়া, মবরুম, সাফাওই, সুখাল, মজদুল, আমবার, মসরুক, সুগাই, মরিয়ম, সৌদি ডেটস্ হালুয়া সহ নানা ধরনের উন্নতমানের খেজুর পাইকারী ও খুচরা সরবরাহ করে আসছে।

উল্লেখ্য, সায়েম ট্রেডাস এর মূল প্রতিষ্ঠান সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল উত্তরবঙ্গে সর্বপ্রথম ১৯৯৮ সাল থেকে বগুড়ায় সুনামের সাথে তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে।