নওগাঁয় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২০ ১৪:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩ বার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫শতাধিক রোগীদের চিকিৎসা সেবাসহ বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।
নওগাঁ সদর পুরাতন হাসপাতাল চত্ত¡রে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) নওগাঁ শাখার যৌথ আয়োজনে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দিকী, নওগাঁ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) এর সভাপতি ডাঃ আশেক হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা: কামরুল হাসান টিপু,নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মুনীর আলী আকন্দ, ডাঃ তারেক হোসেন, ডাঃ ওমর আলী সরদার, ডাঃ মোঃ সাইফুল ইসলাম সহ নওগাঁ সদর হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক গন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশের প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের দ্বোড়গড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পেীঁছে দেওয়া। তাই আমরা মহান এই ব্যক্তির স্বপ্ন পূরণে এই ক্যাম্পের আয়োজন করেছি। পুরো বছরব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমিক ভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলেও এই ক্যাম্পের আয়োজন করবো। আর জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আশা রাখি আমাদের এই ছ্ট্টো আয়োজনের মাধ্যমে সমাজের গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো উপকৃত হবেন।