এসএসসি পরীক্ষা ২০২০

বগুড়ায় এক মাস সব ধরণের কোচিং বন্ধঃ শহরজুড়ে মাইকিং

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯২ বার।

এসএসসি পরীক্ষা ২০২০ উপলক্ষে বগুড়াতেও সব ধরণের কোচিং সেন্টার ও ব্যাচ ভিত্তিক টিউশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে সবার অবগতির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার বিকাল ৩টা থেকে শহরজুড়ে মাইকিং করা হয়েছে। 


এর আগে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। 
বগুড়া কোচিং এ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুল করিম হেলাল বলেন, ‘আমাদের এ্যাসোসিয়েশনের সভায় সব ধরণের কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ 


অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ পুণ্ড্রকথাকে  বলেন, ‘এসএসসি পরীক্ষাকে সামনে রেখে জেলার সব ধরণের কোচিং এবং ব্যাচভিত্তিক টিউশন বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে’।