বগুড়ায় পুলিশের বিশেষ সভায় ডিআইজি হাফিজের নির্দেশনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩৮ বার।

'মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার' এই মূল মন্ত্রকে সামনে রেখে বগুড়ায় জনসাধারণকে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম বার। শনিবার বেলা ১২টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশের এক বিশেষ কল্যাণ সভায় তিনি এই নির্দেশনা দেন।

জেলা পুলিশকে যেকোন ধরনের অপরাধ থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা দিয়ে ওই সভায় তিনি বলেন, 'একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে বদলে যেতে হবে। জনবান্ধব পুলিশিং করে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে হবে। কারও ব্যক্তিগত অপকর্মের দায় বাহিনী নিবে না। তাই জেলার সকল পুলিশ সদস্যকে যেকোন ধরনের অপরাধ থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হলো।'

পুলিশ সুপার বগুড়া আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে এসময় বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, আরিফুর রহমান মন্ডল বিপিএম বার পিপিএম বার, আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং তাপস কুমার পালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

কল্যাণ সভার আগে ডিআইজি হাফিজ আক্তার জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সনাতন চক্রবর্তীর নেতৃত্বে জেলা পুলিশের প্রায় দু'শ সদস্য এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।