উৎসবমুখর পরিবেশে শাজাহানপুরে ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০ ১৩:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

সারা দেশের মতো উৎসবমুখর পরিবেশে বগুড়ার শাজাহানপুরে মাধ্যমিক পর্যায়ের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিটি শিক্ষাঙ্গণের চত্বর ভরে ওঠে।

নির্বাচনী দায়িত্ব পালন, ভোট প্রদান, ভোট গণণা, ফলাফল ঘোষণা এসব কাজে ব্যস্ত সময় পার করে ২০ সহস্রাধিক কিশোর-কিশোরী শিক্ষার্থী। নির্বাচনী কাজে সার্বিক সহায়তা প্রদান করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ।

উপজেলার সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়, আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়, সুলতাগঞ্জ উচ্চ বিদ্যালয়, পারতেখুর দাখিল মাদ্রাসা, মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে নির্বাচনী উৎসব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ জানিয়েছেন, নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি, বিদ্যালয় পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।