ভবিষ্যৎ প্রজন্মকে আইসিটিতে দক্ষ করতে আগে শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে- অধ্যক্ষ শাহজাহান আলী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বলেছেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে তথ্যপ্রযুক্তির উন্নয়নের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে আইসিটি খাতে দক্ষ করে তুলতে সর্বপ্রথম শিক্ষকদের ভালভাবে প্রস্তুতি নিতে হবে। সেই সাথে সকলকে পরকালে নিজের কর্মের হিসাব দেওয়ার কথা মাথায় রেখে স্বচ্ছতার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার  লক্ষ্যে সকলকে আহব্বান জানান।

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়ায় শনিবার সকালে একাডেমীর মিলনায়তনে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০১৯-২০ অর্থ বছরের ২২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন।

নেকটার বগুড়ার উপ-পরিচালক মুহা: মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা জয়লাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হযরত আলী। প্রতিষ্ঠানের সহকারী প্রশিক্ষক খোদেজা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী।

উল্লেখ্য, উক্ত ব্যাচে ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণে দেশের প্রায় ৮টি বিভাগের ৪৬টি জেলার ৮৮টি উপজেলার ১১৯ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। সভা পরবর্তী মেধা তালিকায় প্রথম ৩ জন কে অনুষ্ঠানে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।