বগুড়া প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে সাংবাদিকদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

বগুড়া প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে বার্ষিক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের হোটেল নাজ গার্ডেনে দিনব্যাপি অনুষ্ঠানে সাংবাদিকদের মিলন মেলা, বার্ষিক ভোজ, র‌্যাফেল ড্র, ক্রীড়া  অনুষ্ঠানের পুরস্কার, ও কল্যাণফান্ডে অনুদান প্রদাকারীদের সম্মাননা দেয়া হয়েছে।

প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এঁর প্রতি শ্রদ্ধা ও শোক জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন স্বাগত বক্তব্য রাখেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জেএম রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক স্মরনিকা ‘সাংবাদিক’ এর মোড়ক উন্মোচন করে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক বিরোধিদলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি রেজাউল করিম তানসেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার শহীদ উল্লাহ, বগুড়ার অতি: পুলিশ সুপার সনাত চক্রবর্তী, বগুড়া পৌর মেয়র এড. একেএম মাহবুবর রহমান, জেলা সিপিবি’র সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়ার সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএমএ বগুড়ার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডা: রেজাউল আলম জুয়েল, বগুড়া বার সমিতির সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম-১, সরকারী মুজিবুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, গনপূর্ত অধিদপ্তর বগুড়ার নির্বাহি প্রকৌশলী বাকি উল­াহ, বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা: মুসা আল মনসুর, স্বাচিপ সভাপতি ডা: সামির হোসেন মিশু, এবিসি টাইলস্ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, মুজিবুর মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবদুলাল দাস, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: এসএম মিল্লাত হোসেন।

মধ্যাহ্ন ভোজ শেষে ক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু ও র‌্যাফের ড্র উপকমিটির আহবায়ক আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে অনুদান প্রদানকারীদের সম্মাননা তুলে দেন ক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।