নওগাঁর আত্রাইয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে মাদক ব্যবসায়ীর শপথ গ্রহণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯২ বার।

সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী ফজলুল হক(৩৫) আনষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেছেন।  শুক্রবার রাতে বান্দাইখাড়া বাজারে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও মাদকবিরোধী সুধী সমাবেশে আয়োজিত অনুষ্ঠানে ওই মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে শপথ বাক্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন,বান্দাইখাড়া ইউনিয়ন আ’লীগ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ন সম্পাদক রুহুল আমীন কাজল, ইউপি সদস্য জমির উদ্দিন , আত্রাই প্রেসক্লাব সম্পাদক নাজমুল হোসেন সেন্টু।


অনুষ্ঠানে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন,সমর্পনকারীকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা এবং যারা পুলিশের আহবান উপেক্ষা করে মাদকে জড়িয়ে থাকবে তাদের জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। তিনি আরো বলেন, ‘মাদকের ছোবলে দেশ ও জাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত, মেধা বিনষ্ট, মূল্যবোধের চরম অবক্ষয়সহ শারীরিক ও মানসিকভাবে আমাদের ছেলে-মেয়েসহ দেশের নাগরিকগণ চরম ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। মাদককে ‘না’ বলুন এবং প্রধানমন্ত্রীর ঘোষণামতে ‘জিরো টলারেন্স’ ও যে কোন মূল্যে আত্রাইয়ের মাটি থেকে মাদক নির্মূল করতে হবে।