পাখির মতো উড়বে ভবিষ্যতের আকাশযান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২০ ০৭:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

পাখির ওড়া দেখে আকাশযান আবিষ্কারের চেষ্টা বিজ্ঞানীদের বহুদিনের। সেই চেষ্টা থেকে উড়োজাহাজের মতো প্রযুক্তি তৈরি হলেও ঠিক পাখিকে অনুকরণ করা যায়নি। এবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সেটি করতে চলেছেন।

সায়েন্স রোবোটিকসে প্রকাশিত প্রতিবেদনে গবেষকেরা বলছেন, তারা পিজিওনবোট তৈরি করেছেন। পাখাওয়ালা এই রোবটটি পাখির মতো আকাশে উড়তে পারে।

পাখি আকাশে ওড়ার সময় খুব অদ্ভুতভাবে তাদের পাখার আকৃতি পরিবর্তন করে। এই পরিবর্তনের ধরন উড়োজাহাজের ডিজাইনের থেকে অনেক আলাদা।

গবেষণা দলের প্রধান লেন্টিংক জানান, তার ল্যাব থেকে ২০১৪ সালে এই কার্যক্রম শুরু করেন। পাখির ওড়া বিশ্লেষণ করতে তারা কবুতরকে বেছে নেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পপুলার সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাখির মতো যত রোবট এখন পর্যন্ত তৈরি হয়েছে, তার মধ্যে পিজিওনবোট সবচেয়ে উন্নত।