উপজেলায় ৩২৯টি টিএসসি স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন: নওগাঁয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২০ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

সারা দেশে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। রোববার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হকের পক্ষে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরুপ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান এবং মিষ্টি বিতরণ করেন। 
কর্মকর্তারা উপজেলা পর্যায়ে ৩২৯টি (টিএসসি) স্থাপন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন করায় কারিগরি শিক্ষা আরও সুদূর প্রসারী হবে বলে মন্তব্য করেন এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। এসময় নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের চীফ ইন্সট্রাকটর (আর এস বিভাগ) নাসিমুজ্জামান, চীফ ইন্সট্রাকটর ( কম্পিউটার বিভাগ ) আমিনুল ইসলাম, বিভাগীয় প্রধান তানভীর আহমেদসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।