আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আমার পরিবারে কোনো ধর্ম নেই: শাহরুখ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২০ ১৩:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

নিজের ও পরিবারের ধর্ম পরিচয় নিয়ে আবারও মুখ খুললেন শাহরুখ খান। তিনি মুসলিম হলেও তার সন্তানদের ধর্ম ‘ভারতীয়’ বলে এই তারকা জানান।

হিন্দুস্তানি টাইমস জানায়, শনিবার রাতে স্টার প্লাসের রিয়্যালিটি শো ড্যান্স প্লাস ফাইভের সেটে হাজির হন শাহরুখ। সেখানে এমন মন্তব্য করেন বলিউড বাদশাহ।

শাহরুখ বলেন, ‘ঘরে আমরা হিন্দু-মুসলিম নিয়ে কোনো আলোচনা করি না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলিম এবং আমার সন্তানেরা হিন্দুস্তানি।’

তিনি বলেন, ‘আমার মেয়ের স্কুলের ফরমে জিজ্ঞাসা করা হয়েছিল তার ধর্ম কি, আমি সেখানে লিখে দিলাম-হিন্দুস্তান। আমাদের কোনো ধর্ম নেই।’

এর আগেও তিনি নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে মন্তব্য করেছিলেন। শাহরুখ বলেন, ‘দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে আমি ধার্মিক নই কিন্তু আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলামের নীতিকে আমি বিশ্বাস করি। এটি একটি ভালো এবং সুশৃঙ্খল ধর্ম।’

১৯৯১ সালে প্রযোজক গৌরী খানকে বিয়ে করেন শাহরুখ। তিন সন্তানের বাবা-মা এই দম্পতি।