বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে থিয়েটারের আয়োজনে নবান্ন উৎসব

আব্দুল আউয়াল
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৪ বার।

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার নবান্ন উৎসব পালিত হয়েছে। কলেজ থিয়েটারের আয়োজনে সকালে র‌্যালী ও লাঠি খেলার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। পরে আমন্ত্রিত অতিথদের চিড়া, পায়েস ও মুড়ির তৈরি মোয়া খেতে দেওয়া হয়। দিনভর ওই আয়োজনে আলোচনা সভায় কলেজ থিয়েটারের সাবেক তিন কর্মীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে কলেজ থিয়েটারের সদস্যরা নাচ, গান ও নাটকের মধ্য দিয়ে নবান্নের রূপ তুলে ধরেন।
সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক। অন্যান্যের মধ্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি একেএম মোজাম্মেল হোসাইন বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন।

কলেজ থিয়েটারের নেতৃবৃন্দ জানান, বাঙালি সংস্কৃতিতে নবান্নের আবেদন কত গভীরে তা তুলে ধরতেই তাদের এই আয়োজন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন জানান, কর্মব্যস্ত জীবনে মানুষ যাতে নতুন ফসল ঘরে তোলার উৎসব নবান্নকে যাতে ভুলে না যায় সেজন্য প্রতি বছরই এই আয়োজন করে থাকে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।