বগুড়ায় ব্যবসায়ী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২০ ১২:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

বগুড়ায় ছ'মিল ব্যবসায়ী আবু সায়েদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোমবার সকাল ১০ টায় নূনগোলা ইউনিয়নের ঈদগাহ মাঠের সামনে প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

কাঠ ব্যবসায়ী আবু সায়েদ হত্যার ২ ঘন্টার মধ্যে আসামী যুবলীগ নেতা রুবেল ও তাঁর সহযোগি সীমান্তকে গ্রেফতার করেছে পুলিশ। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনে হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদেরও অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। সেই সাথে আবু সায়েদের হত্যাকারীদের তাদের ফাঁসির দাবিও জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সরকার, কমিউনিটি পুলিশের সভাপতি শাহীনুর ইসলাম ও নিহতের পরিবারের পক্ষ থেকে তার বাবা তোজাম্মেল হোসেন, মা শাহেরা বেগম,স্রী জোৎসনা বেগম, তার দুই কন্যা ও এক পুত্র সন্তান সহ ছোট ভাই শাহ আলম জনিসহ ৩ শতাধিক এলাকাবাসী।

গত শুক্রবার বগুড়ার ন্যাংড়া বাজার এলাকায় চুল কাটানো নিয়ে বাকবিতণ্ডায় আবু সাহেদ নামে এক কাঠ ব্যবসায়ী খুন হয়। সে নুনগোলার পূর্ব আশোকোলা গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। এই ঘটনায় পুলিশ নিশিন্দারা ইউনিয়নের যুবলীগের সভাপতি রুবেল হোসাইন ও সীমান্তকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে বগুড়া সদর থানাও ওসি এস এম বদিউজ্জামান জানান, গ্রেফতার রুবেল ও সীমান্ত তাদের অপরাধ স্বীকার করায় এখনও রিমান্ড আবেদন করা হয়নি। নিহতের পিতা তোজাম্মেল হোসেন বাদী হয়ে ওই দুই আসামিসহ তার ১৫ সহযোগী ও ১০/১২ জনকে অজ্ঞাত হিসাবে আসামী করে শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতার হওয়া রুবেল ইউনিয়ন যুবলীগ সভাপতি হওয়ায় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।