সীমান্তে হত্যা বন্ধের দাবিতে বগুড়ায় বাসদের মানববন্ধন-সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২০ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৬ বার।

সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ এবং দোষীদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন চলাকালে বাসদের আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির সুযোগে সীমান্তে বিএসএফ কর্তৃক অব্যাহতভাবে বাংলাদেশী নাগরিকদের হত্যা করা হচ্ছে। গেল ২৫ দিনেই বিএসএফ ১৭ জন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে। আর গত ১০ বছরে প্রায় তিনশতাধিক নাগরিককে হত্যা করলেও কোন বিচার হয় নি।

এসময় বক্তারা দ্রুত সীমান্তে হত্যা বন্ধের পাশাপাশি সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।