ভোট কেন্দ্রের পাশ থেকে ৩টি ছোড়া উদ্ধার

শাজাহানপুরে কড়া নিরাপত্তায় বেজোড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২০ ১৩:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

পুলিশী নিরাপত্তায় সোমবার বগুড়ার শাজাহানপুরে বেজোড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কেন্দ্রের পাশের একটি মাঠ থেকে পুলিশ ৩টি ছোরা এবং ২টি এ্যালুমিনিয়ামের বার উদ্ধার করেছে।

অভিভাবক সদস্যের (সাধারণ) ৪টি পদে ১০ জন এবং মহিলা অভিভাবক সদস্যের ১টি পদে ২ জন সহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৩৪৫ জন ভোটারের মধ্যে ২৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অভিভাবক সদস্য (সাধারণ) পদে ১০০ ভোট পেয়ে শাহিন আলম, ৯৭ ভোট পেয়ে আলমগীর হোসেন, ৯৩ ভোট পেয়ে আব্দুল লতিফ প্রামাণিক এবং ৮৫ ভোট পেয়ে ইমরান হোসেন সদস্য নির্বাচিত হন।

ইমরান হোসেনে নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদীপ কুমার প্রামানিক পেয়েছেন ৮৪ ভোট। অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে ১৩২ ভোট পেয়ে আলেয়া বেগম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাপল বেগম পেয়েছেন ১২৮ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন।

শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে একটি পক্ষ লাঠিশোটা ও ধারালো অস্ত্র মজুদ করছে এমন সংবাদ পেয়ে নির্বাচনী কেন্দ্র ও তার আশপাশে পুলিশি অভিযান চালানো হয়। অভিযানে ৩টি ছোরা এবং ২টি এ্যালুমিনিয়ামের বার উদ্ধার করা হয়েছে।