বগুড়ার নন্দীগ্রামে ন্যাশনাল কেজি এন্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২০ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৪ বার।

বগুড়ার নন্দীগ্রামে ন্যাশনাল কেজি এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্লে শ্রেণীর নবীন বরণ, পিএসসি, জেএসসি ও এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ওই কলেজ চত্বরে কুড়িপাকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল কেজি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি শাহ সুলতান কলেজের প্রভাষক গোলাম রব্বানী ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক একেএম ফজলুল হক কাশেম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেন, আ’লীগ নেতা গোলাম মোস্তফা গামা, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ ও ছাত্রলীগ নেতা আল জাহিদ।

এরপর বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও জেএসসি, পিএসসির কৃতী শিক্ষার্থীদের স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।