ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় ৩ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২০ ১৪:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫১ বার।

লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বগুড়ায় ৩ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সদরের গোবিন্দপুর, চান্দিরা এবং বাটিকাবাড়ী এলাকায় অভিযানকালে ওই অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এবং তাসনিমুজ্জামান। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএনের পাঠানোসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে আদালত 'গ্রামীন ব্রিকস’'র মালিক মোজাফফর হোসেনকে ২ লাখ, 'এম ভি সি ব্রিকস'র মালিক নাঈম সরকারকে ২ লাখ এবং 'আর এম আর ব্রিকস'র মালিক মোজাম্মেল হককে ৩ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।