শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে বগুড়ায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২০ ১৫:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাত্র ইউনিয়ন। সোমবার বিকাল ৫ টায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা নাদিম মাহমুদ, জেলার সহ- সভাপতি  আয়েন উদ্দীন,  আকতার-উজ-জামান টুটুল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাগর পারভেজ, ক্রিড়া সম্পাদক ছাব্বির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পবিত্র কুমার মাহাতো, সদস্য নাইম ইসলাম, সোহানুর রহমান বন্ধন, সরকারি আজিজুল হক কলেজ সংসদের  সাংগঠনিক সম্পাদক শুভ কুমার দে, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

জেলা সভাপতি নাদিম মাহমুদ বলেন ,সরকারী নীতিমালা অনুযায়ী নির্ধারিত সেশন ফি এবং ভর্তি ফি এর চাইতে অতিরিক্ত অর্থ আদায় ক্রমেই বেড়ে চলছে।এই বর্ধিত শিক্ষা ফি এর জন্য প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।এই বঞ্চিত শিশুগুলোই ধিরে ধিরে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে।শিক্ষা ব্যবস্থার এই ক্ষমতার অপব্যবহার সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।

বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বানিজ্যিক মনোভাব পরিহার করে অবিলম্বে সরকার কতৃক ধার্যকৃত সেশন ফি নেওয়ার জোর দাবি জানান এবং সরকার ও হাইকোর্টের কঠোর নির্দেশনা থাকার পরও তা অমান্য করে যে সকল স্কুল উন্নয়ন ফি শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে গ্রহণ করছে ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের তদন্তের দাবি করেন।

বগুড়া'র সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত সেশন ফি বাস্তবায়ণ না হলে বগুড়া'র জনগণ কে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

দাবি আদায়ে বক্তারা আগামী দিনের সকল কর্মসূচি সফল করার জন্য বগুড়ার বাসীর প্রতি আহ্বান জানান।