হোঁচট খেলো আমিরের ‘থাগস অব হিন্দোস্তান’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ ০৫:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

আমির মানেই বক্সঅফিস টইটম্বুর! দীর্ঘদিন ধরে চলে আসা এ কথাটার উল্টো পিঠ দেখছেন মি. পার্ফেক্টশনিস্ট হিসেবে খ্যাত এ তারকা। ‘সিক্রেট সুপারস্টার’-এর পর আবারও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে ‘থাগস অব হিন্দোস্তান’ ।

মুক্তির প্রথমদিনে ৫০ কোটি রুপি ঘরে তুললেও দশ দিন না যেতেই দর্শক ভাটায় পড়েছে চলচ্চিত্রটি। এ ছবিটির সংগ্রহও বেশ হতাশাজনক। ৯ দিনে সর্বমোট ১৪১ কোটি রুপি আয় করেছে আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো মেগাস্টার অভিনীত ছবিটি। এর মধ্যে সর্বশেষ নবম দিনে এর আয় মাত্র ১.২৫ কোটি রুপি।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ সম্প্রতি ছবিটি নিয়ে একটি টুইট করেছেন। যেখানে তিনি আন্তর্জাতিক বাজারের চিত্র তুলে ধরেছেন। ভারতের বাইরেও ছবিটির অবস্থা খুব যে ভালো, তা নয়।
আমেরিকা, কানাডা, লন্ডন, দুবাই মিলিয়ে এটি আয় করেছে ৭০ লাখ মার্কিন ডলার। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে এমন পতনকে বেশ আশ্চর্যজনক বলে মনে করছেন অনেক বলিউড বণিকরা। বিশেষ করে, যখন ছবিতে আমির খান ও অমিতাভ বচ্চনের মতো অভিনেতা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন!
ছবিটিতে প্রযুক্তির প্রচুর কাজ রয়েছে। ভিজুয়াল ইফেক্টসের পেছনে অনেক টাকা খরচা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। তবে মুক্তির পর থেকেই বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এ ছবিটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনাও পেতে শুরু করে। তাদের মন্তব্য, এটি বিরক্তিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক দর্শকের কাছেও ছবিটি নিয়ে হাসির খোরাক হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস