বলিউডের সিনেমায় বাংলাদেশের মিথিলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২০ ১৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

বলিউডের সিনেমায় কাজ করলেন বাংলাদেশি মডেল তানজিয়া জামান মিথিলা। রোহিঙ্গাদের নিয়ে নির্মিত ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই সিনেমাটির কাজ শেষের দিকে। সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান।

হায়দার এর আগে বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। মিথিলা জানালেন ফটোগ্রাফি’র সূত্র ধরেই হায়দারের সঙ্গে মিথিলার পরিচয়। মিথিলা বলেন, ‘হায়দার খানের সঙ্গে আমার পরিচয় ফটোগ্রাফির সূত্র ধরে। তিনি হঠাৎ একদিন ফোন করে সিনেমাটির প্রস্তাব দেন। আমি রাজি হলে সিনেমাটির জন্য স্ক্রিন টেস্ট দিই। এরপর তারা আমাকেই সিলেক্ট করেন।’

জানা যায়, গত বছরের ডিসেম্বর মাস জুড়ে ভারতের আসামে সিনেমাটির কাজ হয়। তখনই নব্বই শতাংশ দৃশ্যধারণ শেষ হয়েছে।

এই সিনেমায় মিথিলা রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কাজ করেছেন মিথিলা। তিনি বলেন, ‘ভারতে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়। হিন্দিতে আমি আগে থেকে কথা বলতে পারি।’

‘রোহিঙ্গা’ সিনেমাটি প্রযোজনা করেছে লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ছবিটি ২০২০ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।