আ.লীগ সরকারের সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা অবহেলিত নয়- এমপি হাবিব

আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট (বগুড়া)
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২০ ১২:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১৪ বার।

বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তাদের পরিবারের সদস্যরা কোন ভাবেই অবহেলিত নয়। তারাও এই দেশের নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সরকার জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার সম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সকলের সমান অধিকার থাকবে এবং আওয়ামী লীগ সরকার সেটাই নিশ্চিত করতে চায়। 

মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলায় ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ৬টি সমবায় সমিতির সদস্যদের শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, সাংস্কৃতিক সামগ্রী, ক্রীড়া সামগ্রী এবং ৩০জন শিক্ষার্থীর হাতে বাই সাইকেল তুলে দেন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

এসময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকতা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রবিউল আউয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।