বগুড়ায় পুলিশের উপর হামলা মামলায় আরও একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২০ ১২:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

আদমদীঘির সান্তাহারে মাদক বিরোধী অভিযান কালে পুলিশ পরিদর্শক আনিছুর রহমানসহ সোর্সের উপড় হামলা মারপিট ও সরকারি কাজে বাঁধা সংক্রান্ত মামলায় সৌরভ (২২) নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সৌরভ আদমদীঘির ডালম্বা গ্রামের মুকুলের ছেলে। সোমবার রাতে তাকে গ্রেফতার কর মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। এ নিয়ে এই মামলায় ৭জনকে গ্রেফতার করা হলো বলে তদন্তকারি ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, ২০১৯ সালের ২৯ নভেম্বর সকালে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে সোর্সসহ একদল পুলিশ চা-বাগান এলাকার জনৈক আলাউদ্দিনের ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী শিবলুর বাসায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে মাদক ব্যবসায়ী হামিদা বেগম ও শিবলুকে আটক করার পর ওঁৎ পেতে থাকা তাদের অপর সহযোগীরা পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও সোর্সের উপড় হামলা ও মারপিট করে শিবলুকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও সোর্স সুনিল চন্দ্র মারাত্মক আহত হয়। পরে শিবলু তার স্ত্রী সুমি, রাকিব, হামিদাসহ ৭জনের নাম উল্লেখসহ ১২জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের হয়। মামলার এজাহারভুক্ত আসামী হামিদা, আল আমিনসহ ৭জন গ্রেফতার হলেও মুল হামলাকারি আসামী শিবলু, রাকিবসহ অপর আসামীরা পলাতক রয়েছে।